'ফানুস' চলচ্চিত্রে মোশাররফ ও মিলন

mosharof karim


ফেরারি ফরহাদের চিত্রনাট্য গল্পে নির্মিত হতে যাচ্ছে 'ফানুস' নানে একটি সিনেমা। সিনেমাটা পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। ছবির গান লিখছেন অনুরুপ আইচ। ছবিতে অভিনয় এর জন্য আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় নাট্য অভিনেতা মোশাররফ করিম, এবার আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে চুক্তিবদ্ধ হলে আনিসুর রহমান মিলন। তিনি ছবিতে অটিস্টিক চরিত্রে অভিনয় করবেন। ওয়াজেদ আলী সুমন বলেন, ‘আমি চলচ্চিত্রের মধ্যে চমক রাখতে চেষ্টা করি। এই ছবিতে আমার বিশেষ চমক মোশাররফ করিম। আমাদের দেশের গুণী একজন শিল্পী তিনি। যেকোনো চরিত্র সাবলিল ভাবে ফুটিয়ে তুলেন তিনি। অনেক ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম। এই ছবিতে নতুন রূপে মোশাররফ করিমকে দেখতে পাবেন সবাই। মিলনকেও এই সিনেমায় পাওয়া যাবে মোশাররফের প্যারালাল চরিত্রে’ মৌলিক গল্প নিয়ে নির্মাণ হবে ‘ফানুস’। এ বিষয়ে সুমন বলেন, “এখন আর দর্শক নকল গল্পের ছবি দেখতে চায় না। ইউটিউবের মাধ্যমে সবাই সব দেশের ছবি আগেই দেখে ফেলে। আমার এই ছবির গল্প একেবারে মৌলিক। এর আগে গত ঈদুল আজহায় আমি নির্মাণ করেছিলাম শাকিব খানকে নিয়ে ‘ক্যাপ্টেন খান’। সুন্দর নির্মাণ নিয়ে সবাই প্রশংসা করলেও আমরা যতটা আশা করেছিলাম ততটা ব্যবসা করতে পারেনি ছবিটি। কারণ ছবিটি নকল গল্পের। তবে এই ছবি দিয়ে আমি দেখাতে পেরেছি কত কম বাজেটে আমরা সুন্দর ছবি নির্মাণ করতে পারি।” ছবিটিতে আরো কারা অভিনয় করবেন এখন সেটা জানাতে চান না পরিচালক ওয়াজেদ আলী সুমন। বললেন, ‘শিগগিরই সংবাদ সম্মেলন করে ছবির সব শিল্পীর নাম ঘোষণা করব। উল্লেখ্য, এর আগে ফেরারী ফরহাদ ৫টি সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন। সম্প্রতি তার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে শাকিব খান ও ববির সিনেমা 'নোলক' এর সকল কাজ সমাপ্ত হয়েছে। মুক্তির মিছিলে রয়েছে নোলক। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় 'ফানুস' চলচ্চিত্রের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করা নিয়ে ব্যাস্ত সময় কাটছে এখন ফেরারী ফরহাদের।
'ফানুস' চলচ্চিত্রে মোশাররফ ও মিলন 'ফানুস' চলচ্চিত্রে মোশাররফ ও মিলন Reviewed by wkr on February 02, 2019 Rating: 5
Powered by Blogger.