এইচএসসি পরীক্ষায় কত বিষয়ে এ a+ পেলে রেজাল্টে a+ পাওয়া সম্ভব।

আজ আমরা এইচএসসির গ্রেডিং পয়েন্ট এবং কিভাবে এবং কত বিষয়ে এ প্লাস পেলে প্লাস পাওয়া যায় তা জানব

আসলে এ প্লাস পাওয়ার অনেকগুলো অপশন রয়েছে এমনটা না যে এ প্লাস পাওয়ার জন্য সকল বিষয়েই এ প্লাস পেতে হবে।  তাহলে দেখে নেওয়া যাক সর্বনিম্ন কতটা বিষয়ে এ প্লাস পেলে এ প্লাস পাওয়া সম্ভব।  তার আগে আমাদের গ্রেডিং পয়েন্ট সম্পর্কে জেনে নেওয়া উচিত।


1)যদি তুমি 80 থেকে 100 এর মধ্যে মার্ক পাও তাহলে সেই বিষয়ে তুমি  5 point পাবে।

2)যদি তুমি 70 থেকে 79 এর মধ্যে মার্ক পাও তাহলে সেই বিষয়ে তুমি  4 point পাবে।


3)যদি তুমি 60 থেকে 69 এর মধ্যে মার্ক পাও তাহলে সেই বিষয়ে তুমি  3.5 point পাবে।

4)যদি তুমি 50 থেকে 59 এর মধ্যে মার্ক পাও তাহলে সেই বিষয়ে তুমি  3 point পাবে।

5)যদি তুমি 40 থেকে 49 এর মধ্যে মার্ক পাও তাহলে সেই বিষয়ে তুমি  2 point পাবে।

6)যদি তুমি  33 থেকে 39 এর মধ্যে মার্ক পাও তাহলে সেই বিষয়ে তুমি  1 point পাবে।

7) আর এর নিচে পেলে ওই বিষয়ে ফেল আসবে ।



 result grading system 

এভাবে মোট বিষয় হচ্ছে 6 টা এখানে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে বিষয়ে তো ১২ টা কিন্তু ৬ টা বলা হচ্ছে কেন কারণ প্রথম ও দ্বিতীয় পত্র মিলে একটি সাবজেক্ট গণনা করা হয়।

যেমন একটি বিষয়ে ধরা যাক পদার্থবিজ্ঞান ধরো তুমি পদার্থবিজ্ঞানের প্রথম খণ্ডে পেয়েছো 80 নম্বর এবং দ্বিতীয় খণ্ডে পেয়েছ 80 নম্বর এক্ষেত্রে 2 টি বিস্ময়ের মার্ক কে যোগ করে 2 দ্বারা ভাগ করে দুটি বিষয়ের গড দাঁড়াবে 80 এভাবে তুমি এ প্লাস পাবে।

এভাবে মোট বিষয় হচ্ছে ছটি এখানে 4th subject included নয়।  এখানে চতুর্থ বিষয় দিয়ে গ্রেড পয়েন্ট হবে কিন্তু ভাগ দেওয়ার সময় 4th subject  কে গণনা করা যাবে না।

একদিক থেকে বলা যায় চতুর্থ বিষয় আমাদের এ প্লাস পেতে সাহায্য করে অনেকের ভুল ধারনা থাকে যে চতুর্থ বিষয়ে এ প্লাস পেলে সে বিষয়ে এর 5 মার্ক বাকি অন্য যেসব বিষয়ে এ প্লাস হয়নি সেসব বিষয়ে গিয়ে যোগ হয় কিন্তু আসলে এমনটা নয়


4th subject এ প্লাস পেলে ওখান থেকে 3 পয়েন্ট বাকি সাবজেক্টগুলো সাথে যোগ হয় আর বাকি 2 পয়েন্ট বয়োগ হয় না। আর যদি 4th subject  এ এ গ্রেট পাও তাহলে তোমাকে 4 পয়েন্ট দেওয়া হবে না ওখানে দেওয়া হবে 2 পয়েন্ট আর বাকি দু পয়েন্ট যোগ হবে অন্যান্য সাবজেক্ট এর সাথে যেগুলোতে তুমি এ প্লাস পাও নি।

এই নিয়ম অনুসারে বলা যায় :
যদি তুমি সর্বনিম্ন 4 বিষয়ে প্লাস পাও এবং বাকি ২ বিষয়ে এ গ্রেট পাও এবং 4th subject এ  এ প্লাস পাও তাহলে ও তুমি এ প্লাস পাবে।
ব্যাখ্যা : (২০+১২)=32+৩=35/৬ = ৫


নিচের চিত্র তে দেখানো হলো সাতটি বিষয়ের মধ্যে কতটি বিষয়ে কি কি গ্রেড পেলেও এ প্লাস পাওয়া সম্ভব।



এইচএসসি পরীক্ষায় কত বিষয়ে এ a+ পেলে রেজাল্টে a+ পাওয়া সম্ভব। এইচএসসি পরীক্ষায় কত বিষয়ে এ a+ পেলে রেজাল্টে  a+ পাওয়া সম্ভব। Reviewed by wkr on April 22, 2019 Rating: 5

No comments:

Thanks for your comment.. we will check your comment

Powered by Blogger.