এশিয়াতে এখন ধুমপানে প্রথমে আছে বাংলাদেশের নারীরা


Smoking

বাংলাদেশ এর মেয়েরা নিজেকে স্মার্ট ভাবার জন্যে ধুমপানের দিকে ঝুকে পড়ছে। তারা সবাই ভেবে থাকে ধুমপান করলে বেশি স্মার্ট হওয়া যায়। কিন্তু তারা নিজেও জানে না তারা নিজে দের ক্ষতি নিজেরাই করছে। এতে তাদের প্রেগন্সি এর সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে। শুধু তাই নয় এর আরও ভয়ংকর রোগ রয়েছে। যা তাদের মৃত্যু ঘটাতে ১ সেকেন্ড দেরি করবে না।



বাংলাদেশে ধুমপান করেনা এমন পুরুষদের খুব কমই খুজে পাওয়া যাবে। আর এ ধুমপানে পুরুষদের পাশাপাশি নারীরাও বেশ এগিয়ে যাচ্ছে। আমরা সবাই জানি ধুমপানের জন্যে বাংলাদেশে অনেক আগে থেকেই এগিয়ে আছে। কিন্তু নারীরা যে পুরুষদের সাথে এভাবে এগিয়ে যাবে তা কেউ কখনো ভাবেইনি। কিন্তু ঘটনা সত্যি প্রমানিত হয়েছে। ধুমপানের জন্যে বাংলাদেশ এর নারীরে পুরো বিশ্বের মধ্যে অন্যতম একটি শীর্ষস্থান দখল করে নিয়েছে।


আমাদের সবারই অন্তত উচিত ধুমপান থেকে আসতে আসতে দূরে চলে আসা। গবেষণায় দেখা গেছে বাংলাদেশে দিন দিন ধুমপায়ীদের সংখ্যা বেড়েই চলেছে। আমরা এর ভয়ংকর ক্ষতির দিক গুলো জেনেও প্রতিদিন এর দিকে ঝুকে পড়ছি। যা আমাদের দিন দিন খারাপের দিকে ঠেলে দিচ্ছে। ধুমপানের কুফল গুকো জেনে এর থেকে আমাদের দূরে চলে আসা উচিত।


একটা তদন্তে দেখা গেছে বাংলাদেশ এর মানুষ গড়ে দিনে ১২ টা করে সিগারেট ধুমপান করে থাকে। যার ফলে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছে। ১৪ থেকে ৩৫ বছরের বয়স এর মানুষ গুলো বেশি ধুমপান করে থাকে। যার ফলে গড় আয়ু কমে এসেছে। পুরুষ দের অকাল মৃত্যু এর অন্যতম কারন হচ্ছে ধুমপান করা।
এশিয়াতে এখন ধুমপানে প্রথমে আছে বাংলাদেশের নারীরা এশিয়াতে এখন ধুমপানে প্রথমে আছে বাংলাদেশের নারীরা Reviewed by wkr on April 24, 2019 Rating: 5

No comments:

Thanks for your comment.. we will check your comment

Powered by Blogger.