১২ দিন ইন্টারনেট এর গতি কম থাকবে

Internet slow


সাবমেরিন ক্যাবল এর কাজ এর জন্যে ১২ দিন ইন্টারনেট এর গতি কম থাকবে বলে জানিয়েছেন বিএসসিসিএল।

২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে সাবমেরিন ক্যাবলের টার্মিনেটেড রিপিটার প্রতিস্থাপনের কাজ চলবে। আর এ কাজের জন্যে ইন্টারনেট এর গতি কম থাকবে বলে তারা জানিয়েছেন।


এসইএ - এমই - ডাব্লিইউ - ৫ সাবমেরিন ক্যাবল ও আইসিটি অপারেটর এর সার্কিট গুলা এ সময় চালু থাকবে। গত বুধবার এ দেওয়া এক সংবাদে তারা জানায় এসইএ - এমই- ডাব্লিইউ - ৪ সাবমেরিন ক্যাবল কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে ১ম ও ৩য় রিপিটার প্রতিস্থাপনের জন্যে ১ মে পর্যন্ত ইন্টারনেট ধিরগতি থাকবে। এ সময় এসইএ- এমই - ডাব্লিউ - ৪ এর সব ধরনের সার্কিট এর সব কাজ বন্ধ থাকবে।


তবে তারা আরও বলেছেন এ সময় এসইএ- এমই - ডাব্লিউ - ৫ অতিরিক্ত ব্যান্ডউইথ এর জন্যে আন্তর্জাতিক কোনো ডাটা, ভয়েস, ইইন্টারনেট সার্ভিসে উল্লেখযোগ্য কোনো সমস্যা হবে না।


তবে ইন্টারনেট এর গতি কমে যাওয়া বা অন্য কোনো সমস্যা যেনো না হয় সে জন্যে আইজিডব্লিউ - আইআইজি দায়িত্ব নিয়েছেন। তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এ ধরনের সময়া এড়ানোর জন্যে
১২ দিন ইন্টারনেট এর গতি কম থাকবে ১২ দিন ইন্টারনেট এর গতি কম থাকবে Reviewed by wkr on April 20, 2019 Rating: 5

No comments:

Thanks for your comment.. we will check your comment

Powered by Blogger.