১ সপ্তাহে ৮৮ হাজার বার ফোন দেওয়ার জন্যে প্রেমিকা গ্রেফতার

Bd girl


বিস্তারিত :

ঘটনাটি ঘটে মেক্সিকোতে।  প্রেমিকের সাথে ব্রেক আপ হওয়ার পরে, সেই ভালোবাসার মানুষের সাথে একবার কথা বলার জন্যে ৮৮ হাজার বার  ফোন দিয়েছেন।  এছাড়াও  ৪ হাজার ৫৭৭ বার ই-মেইল,  ২ হাজার ৩৮৪ বার এসএমএস ,  ১ হাজার ১২০ বার ভয়েস মেসেজ দিয়েছেন প্রেকিমকে।

লিন্ডা মারফি নামের সে মেয়ের বয়স ছিলো ২৬ বছর।  উইলিয়াম নামের এক যুবকের সাথে তার পরিচয় হওয়ার পর তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরেন তিনি।  বেশ কিছু সমস্যার কারনে তাদের রিলেশন বেশিদিন টেকেনি।  কিছুদিন পরেই তাদের ব্রেক আপ হয়ে যায়।


আর সমস্যাটা শুরু হয় সেখান থেকেই।  মেয়েটি তাকে হারাবার কথা নিতে পারেনি।  ছেলেটি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে মেয়েটি তা সহ্য করতে পারছিলো না।  তারপর থেকেই মেয়েটির বার বার ফোন,  এসএমএস, ই-মেইল,  ভয়েস মেসেজ আসতে শুরু হয়।  ছেলেটি তার ফোন একবারও রিসিভ করেনি এবং কোনো রেসপন্স ও করেনি।


৭ দিন ধরে এ সমস্যা চলে থাকায় পরে ছেলেটি তা পুলিশকে জানায়।  পুলিশ ছেলেটের কথার সত্যতা যাচায় শুরু করে।  যাচায় করে দেখে ঘটনাটি সম্পূর্ণ সত্য।  তারপর থেকেই মেয়েটিকে খুজে শুরু করে, পরে গ্রেফতার করে কারাগারে পাঠায়।


পুলিশ এ ব্যাপারে জানিয়েছে,  লিন্ডা অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার নামে এক মানষিক রোগে আক্রান্ত।  এ রোগে আক্রান্ত রুগিরা কোনো একটা কাজ বার বার করতেই থাকে।  কিন্তু তার প্রেমিক এর সাথে ব্রেক আপ এর পর তার এ অসুখ  আরও অনেক বেশি পরিমানে বেড়ে যায়।  সে জন্যে সে এ কাজ করেছে।  তাকে এখন কারাগারে রাখা হয়েছে এবং তার জন্যে চিকিৎসার ব্যাবস্থা করা হয়েছে।
১ সপ্তাহে ৮৮ হাজার বার ফোন দেওয়ার জন্যে প্রেমিকা গ্রেফতার ১ সপ্তাহে ৮৮ হাজার বার ফোন দেওয়ার জন্যে প্রেমিকা গ্রেফতার Reviewed by wkr on April 19, 2019 Rating: 5

No comments:

Thanks for your comment.. we will check your comment

Powered by Blogger.