হাপানি কি? ( What is asthma ? )

What is asthma


হাপানি একটি মারাত্মক রোগ।  এই রোগ  ফুসফুসের ভিতরে প্রদাহ এবং সংকোচনের কারণ, বাসাস সরবারাহ সীমিত করে।

হাপানী রোগ হলে তা সম্পূর্ণ ভাবে সুস্থ হওয়া সম্ভব নয়। তবে সঠিক চিকিৎসা করলে অনেকটাই ভালোভাবে থাকা যায়। আর সুস্থ জীবন-যাপন করতেও সহয়তা করে৷

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৮.৪ শতাংশ মানুষের হাপানি রোগ হয়েছে।  তবে হাপানি রোগের মধ্যেও আবার অনেক শ্রেণীবিভাগ রয়েছে।

তবে হাপানি হলে সব সময় ডক্টর এর চিকিৎসা নেওয়া উচিত।  তাছাড়া হঠাৎ করেই এটি বেড়ে যেতে পারে।


প্রতি বছর হাপানি রোগে প্রায় ২৫০, ০০০ মানুষ মারা যায়। এ রোগ হঠাৎ করেই শুরু হতে পারে। আর এটি হালকা থেকে গুরুতর পর্যন্ত হতে পারে। এটি হলে ফুসফুসে অক্সিজেন প্রবেশ করতে পারে না। প্রয়োজনীয় অঙ্গুলিতে ভ্রমণ বন্ধ করে দেয়। এ ধরনের হাপানি আক্রমণ মারাত্মক  হতে পারে।



হাপানি সৃষ্টির জন্য বিভিন্ন কারন আছে। আর এটির বিভিন্ন প্রকারভেদ এ রয়েছে। এলার্জি , বায়ু দূষণ,  সিগারেট এর ধোয়া এর অন্যতম কারন।


পরিবেশ বা জেনেটিক কারনেও এটি হতে পারে। এর প্রথম লক্ষ্মণ গুলি শিশুর ৫ বছর বয়স এর মধ্যেই দেখা দিতে পারে।  সালফার ডাই অক্সাইড,  নাইট্রোজেন অক্সাইড,  ওজন,  ঠান্ডা তাপমাত্রা,  উচ্চ আর্দ্রতা ইত্যাদি কারনেও হতে পারে।


হাপানি যেকোনো বয়স এ বিকাস হতে পারে। ২০ বছর এর বেশি বয়স মহিলাদের এটি হওয়ার সম্ভাবনা থাকে। যারা বেশি ধুমপান করে তাদের ও এ রোগ হতে পারে। হাপানি রুগিদের প্রায় সবারই দেখা যায় তাদের এলার্জি আছে।
হাপানি কি? ( What is asthma ? ) হাপানি কি? ( What is asthma ? )  Reviewed by wkr on March 19, 2019 Rating: 5

No comments:

Thanks for your comment.. we will check your comment

Powered by Blogger.