'ওয়েলকাম টু ডেথ ওয়ার্ল্ড অব শাহেনশাহ'। ভিডিও।

শিরোনাম দেখেই চমকে যাবেন না। মনে করবেন না যে, পৃথিবীতে 'শাহেনশাহ' নামে নতুন গ্যাংস্টার এসেছে যে কিনা এসে আহব্বান করছে তার মৃত্যুর বিশ্বে। বিষয়টা বাস্তবে না হলেও তরুণ নির্মাতা শামিম আহমেদ রনী পরিচালিত 'শাহেনশাহ' সিনেমার টিজারে সুপারস্টার শাকিব খান কে দেখা গেল শাহেনশাহ নামে একজন গ্যাংস্টারকে। গ্যাংস্টার রুপি শাকিব খান এর মুখে শোনা যায় এই সংলাপ 'হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু ডেথ ওয়ার্ল্ড অব শাহেনশাহ' শুক্রবার ২৫ জানুয়ারি বিকাল ৫ টায় টিজার আসার কথা থাকলেও ১ ঘণ্টা বিলম্ব করে সন্ধ্যা ৬ টায় লাইভ টেকনোলজির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। মাত্র ১ মিনিটের টিজারে শাকিব খানের উপস্থিতি ছিল প্রায় ৮০% এর মত। কয়েকটি দৃশ্যে গর্জিয়াস লুকে দেখা গেছে নুসরাত ফারিয়াকে, এছাড়া নবাগতা রোদেলা জান্নাত, মিশা সওদাগর, মেগাস্টার উজ্জ্বল সহ অনেককেই দেখা গেছে ১ মিনিটের এই টিজারে। ছবিটি ভালবাসা দিবস উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি মুক্তি দেয়ার কথা থাকলেও মুক্তি পাচ্ছে না। তার বদলে একটু সময় বাড়িয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ২২ মার্চে মুক্তি পাবে শাহেনশাহ।





'ওয়েলকাম টু ডেথ ওয়ার্ল্ড অব শাহেনশাহ'। ভিডিও। 'ওয়েলকাম টু ডেথ ওয়ার্ল্ড অব শাহেনশাহ'। ভিডিও। Reviewed by wkr on January 25, 2019 Rating: 5
Powered by Blogger.