দীপ্ত টিভির 'কুরআনের সুর'র গ্রুপ চ্যাম্পিয়ন বগুড়ার আহাদ রাজিব

islamik jalshaw in bangladesh


বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়্যালিটি শো মোহাম্মাদি স্টিল প্রেজেন্ট 'কুরআনের সুর'। সারাদেশ থেকে বাছাইকৃত কুরআনের সুরকার অর্থাৎ ক্বারীদের নিয়ে এই আয়োজনটি মাসব্যাপী প্রচার করছে দীপ্ত টেলিভিশন। অনুষ্ঠানটি প্রযোজনা করছে প্রজাপতি মিডিয়া। রমজানের প্রথম পর্বে 'কুরআনের সুর'র প্রথম দিনে বিজ্ঞ বিচারকদের রায়ে পারফর্মার অব দ্য ডে অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন নির্বাচিত হোন বগুড়ার আব্দুল আহাদ মোঃ রাজিব উদ্দিন। এই বিষয়ে রাজিব উদ্দিনের বাবা বগুড়ার প্রসিদ্ধ ক্বারী, মাওঃ ক্বারী মোঃ বোরহান উদ্দিন সাহেবের কাছে ছেলের এই সাফল্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- 'আমি আজ ভীষণ আনন্দিত। আমার ছেলের এই সফলতা ধরে রাখুক এবং কুরআনের সুরের মূর্ছনায় মানুষের হৃদয় আলোকিত করুক'। প্রথম পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কেমন লাগল জানতে চাইলে এই প্রতিবেদককে রাজিব উদ্দিন বলেন- 'গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চয়ই আনন্দের, স্বাভাবিক ভাবে আমিও আনন্দিত। সবার কাছে দোয়া চাই সামনের পর্ব গুলো যেন এমন সফলতার সাথে কন্টিনিউ করতে পারি'। সামনের দিনে আপনার স্বপ্ন কি? এমন প্রশ্নের জবাবে বগুড়ার গর্ব রাজিব বলেন- 'সামনের দিনের অনেক স্বপ্নই আছে, তারমধ্যে অন্যতম স্বপ্ন হলো আমি মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ক্বিরাতের সর্বোচ্চ ডিগ্রি লাভ করতে চাই। কুরআন নিয়ে পিএইচডি করতে চাই'। এর আগে রাজিব উদ্দিন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় অংশ নিয়ে দুবার (২০১৫ ও ২০১৭) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে গোল্ড মেডেল পান অর্থাৎ জাতীয় পুরস্কারে ভূষিত হোন
দীপ্ত টিভির 'কুরআনের সুর'র গ্রুপ চ্যাম্পিয়ন বগুড়ার আহাদ রাজিব দীপ্ত টিভির 'কুরআনের সুর'র গ্রুপ চ্যাম্পিয়ন বগুড়ার আহাদ রাজিব Reviewed by wkr on May 07, 2019 Rating: 5

No comments:

Thanks for your comment.. we will check your comment

Powered by Blogger.