মসজিদের ভিতরে ইন্তেকাল করেছে নববীর ইমাম, বাংলাদেশ আবারও অন্যতম একজন শ্রেষ্ঠতম নাগরিককে হারালো

mohamed-ayoub
আমাদের দেশের নাগরিক তিনি যে এতো সম্মানীত অবস্থানে ছিলেন তা হয়তো তেমন কেউ জানে না। এতো বড় মাপের একজন মানুষ তিনি চলে গেলেন আমাদের মাঝে থেকে। তার জীবনের কিছু অংশ তুলে ধরা হলো। ড, ক্কারী মুহাম্মাদ আইয়ুব ইবনে মুহাম্মাদ ইউসুফ ইবনে সুলাইমান উমর ( রহিঃ) আর নেই। গত শনিবার বাদ যহর এর সময় মসজিদের ভিতরেই তিনি ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদ যোহরেই তার জানাজা অনুষ্ঠিত হয়। তাকে কবর দেওয়া হয় মসজিদের পাশেই বিখ্যাত কবস্থান জান্নাতুল বাকিতে। এ সময় তার বয়স ছিলো ৬৪ বছর। পবিত্র মক্কাতে জন্মগ্রহণ করলেও তিনি বাংলাদেশেই ছিলেন। তিনি হানাফি মাজহাবের অনুসারি সুন্নী মুসলিম ছিলেন। তিনি মাত্র ১৩ বছর বয়সে কুরআন এর হাফেজ হন। ১৯৬৬ সালে তিনি কুরআন এর উপর শিক্ষা দক্ষতা অর্জন করার পর মদিনায় চলে যায়। এরপর ১৯৭২ সালে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে তিনি কুরআন এর অপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এর পরে তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। তিনি পুরো বিশ্ব জুড়েই বেশ বিখ্যাত কুরআন তেলোয়াতের জন্যে। তিনি বিশ্বের বড় বড় মসজিদ গুলাতে ইমাম ছিলেন। সৌদি, কুয়েত, আরব আমিরাতসহ আরও বিভিন্ন দেশেই ইমামতি করেন। গত রমজানে তিনি তারাবির নামাজ পড়ানোর সময় হঠাৎ মসজিদে অসুস্থ হয়ে পরেন এবং স্মৃতি শক্তি হারিয়ে ফেলেন৷ এরপর অনেকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন অবিস্থায় ছিলেন। কিছুদিন আগে তিনি বলেন আল্লাহ আমাকে তুলে নেওয়ার আগে শেষ বারের মত আর একবার আমি মসজিদের নববীতে নামাজ পড়াতে চাই। তারপর জানা যায় আগেরদিন রাতে এশার নামাজ তিনি পড়ান। পরদিন যোহর নামাজ এর সময় তার মৃত্যু হয়। এতি মধ্যেই পুরো বিশ্বেই শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক। আমিন।
মসজিদের ভিতরে ইন্তেকাল করেছে নববীর ইমাম, বাংলাদেশ আবারও অন্যতম একজন শ্রেষ্ঠতম নাগরিককে হারালো মসজিদের ভিতরে ইন্তেকাল করেছে নববীর ইমাম,  বাংলাদেশ আবারও অন্যতম একজন শ্রেষ্ঠতম নাগরিককে হারালো Reviewed by wkr on May 08, 2019 Rating: 5

No comments:

Thanks for your comment.. we will check your comment

Powered by Blogger.