ঠাকুরগাঁওয়ে ১৮০০-২০০০ টাকা নিয়ে এমন পরিক্ষার সুযোগ করে দিচ্ছেন শিক্ষকরা

Hsc exam condition

ঠাকুরগাঁওয়ে উনমুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরিক্ষায় নকলের অভিযোগ উঠেছে। পরিক্ষায় গার্ড পরা শিক্ষকদের সামনেই সবাই বই খুলে, খাতা খুলে পরিক্ষা দিচ্ছে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বিএম কলেজে পরিক্ষাকেন্দ্রে এমন চিত্র দেখা গেছে। 

গত ২৬ এপ্রিল থেকে উনমুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা শুরু হয়। ১০ মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিক্ষা চলাকালীন সময়ে রাণীশংকৈল বিএম কলেজের কেন্দ্রে ঢুকলে দেখা যায় পরিক্ষার্থীরা যে যার নিজের ইচ্ছামতো অবাধে কেউ বই খুলে, কেউ খাতা নিয়ে, কেউ কাগজে লিখে নিয়ে এসে পরিক্ষা দিচ্ছ। পরিক্ষার কক্ষের ভিতর গার্ড এ থাকা শিক্ষককে দেখা যায় তিনি বসে বসে ফোন হাতে নিয়ে ফেসবুক চালাচ্ছেন। এ ঘটনা দেখে মনে হচ্ছিলো শিক্ষকদের সাথে শিক্ষার্থীরা চুক্তি করে পরিক্ষা দিচ্ছে। 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন শিক্ষার্থী জানায়, প্রতিটা পরিক্ষার্থী দের কাছ থেকে ১৮০০-২০০০ টাকা নিয়ে এমন বারতি সুযোগ করে দিচ্ছেন শিক্ষকরা৷ এছাড়াও চা-নাশতা ও মেজিস্ট্রেট ম্যানেজ করা করার জন্যে আলাদাভাবে বিভিন্ন পরিমাণ টাকা তারা নিচ্ছেন। 

উপজেলা প্রশাসনের পক্ষে কেন্দ্রের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী তারিকুল ইসলাম জানান, তিনি নতুন এসেছেন তাই এ ব্যাপারে কিছু জানে না। জেলা প্রশাসক জানান তিনি প্রশাসনিক অন্য কাজে ব্যাস্ত থাকায় এ ১০ তারিখে পরিক্ষার কেন্দ্রে আসতে পারেননি। তাই তিনি এ ব্যাপারে আর কোনো মন্তব্য করেননি। তবে পরে জানা যায় তিনি এ ব্যাপারে তদন্ত করে জানাবেন

ঠাকুরগাঁওয়ে ১৮০০-২০০০ টাকা নিয়ে এমন পরিক্ষার সুযোগ করে দিচ্ছেন শিক্ষকরা ঠাকুরগাঁওয়ে ১৮০০-২০০০ টাকা নিয়ে এমন পরিক্ষার সুযোগ করে দিচ্ছেন শিক্ষকরা Reviewed by wkr on May 14, 2019 Rating: 5

No comments:

Thanks for your comment.. we will check your comment

Powered by Blogger.