প্রেমের রাজা শাকিব খান



আজ আসছে শাকিব খান, নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত অভিনীত ছবি 'শাহেনশাহ' এর দ্বিতীয় গান।
গানটির শিরোনাম "প্রেমের রাজা" গানটিতে পারফর্ম করেছেন ছবির হিরো শাকিব খান এবং ছবির দুই নায়িকা নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত।

গানটির কোরিওগ্রাফি করেছেন কলকাতার জনপ্রিয় কোরিওগ্রাফার ও চিত্র পরিচালক বাবা যাদব। এফডিসিতে ব্যয়বহুল সেট নির্মাণ করে গানটির চিত্রায়ণ করা হয়েছে। গানটিতে কন্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও কনা।

পরিচালক শামীম আহমেদ রনী জানিয়েছেন- ২১ মার্চ দুপুর ৩ টায় গানটি একাত্তর টিভির নিয়মিত আয়োজন আনন্দযোগে গানটির কিছু অংশ দেখানো হবে এবং তারপর একই দিনে সন্ধ্যা ৭ টায় 'শাহেনশাহ' ছবির ডিজিটাল কন্টেন্ট পার্টনার লাইভ টেকনোলজির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পুরো গান অবমুক্ত করা হবে।

এদিকে গত ১২ মার্চ 'শাহেনশাহ' সেন্সর সার্টিফিকেট পেয়েছে এবং ঈদে মুক্তি দেয়ার লক্ষে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে 'শাহেনশাহ' ছবির "রসিক আমার" শিরোনাম এর একটি গান ইউটিউবে মুক্তি দেয়া হয়।  ইতিমধ্যে ৫ মিলিয়নের বেশি দর্শক গানটি ইউটিউবে উপভোগ করছেন।

শাহেনশাহ ছবিতে শাকিব খান, নুসরাত ফারিয়া, রোদেলা জান্নাত ছাড়াও আরও অভিনয় করছেন অমিত হাসান, ডন, ডিজে সোহেল, শানু শিবা, আহমেদ শরীফ, মিশা সওদাগর প্রমুখ।
প্রেমের রাজা শাকিব খান প্রেমের রাজা শাকিব খান Reviewed by wkr on March 20, 2019 Rating: 5

No comments:

Thanks for your comment.. we will check your comment

Powered by Blogger.