রমজান মাসে স্বামী- স্ত্রি এর যে কাজ গুলা করা নিষেধ

what will do in ramadan


what will do husband and wife in Ramadan



রমজান মাসে স্বামী- স্ত্রি এর যে কাজ গুলা করা নিষেধ রমজান মাসে যে কাজগুলা থেকে বিরত থাকতে হয় তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সহবাস। রোজা থাকা অবস্থায় যদি কেউ সহবাস করে থাহলে তার রোজা ভঙ হয়ে যাবে। রাতে সহবাস করলে কোনো সমস্যা নেই, তবে দিনের বেলা রোজা থাকা অবস্থায় কেউ এ কাজ করলে তার রোজা ভেঙে যাবে। কোনো স্বামী যদি তার স্ত্রী এর সাথে জোড় করে সহবাস করে তাহলে স্বামীর রোজা ভেঙে যাবে, কিন্তু স্ত্রী এর রোজা ভাঙবে না।

 জোড় করে কোনো কিছু করলে যে জোর করবে দোষ তারই হবে। শরীরের স্পর্শ বা স্বামী - স্ত্রী যদি চুম্বন করে তাতেও রোজা ভঙ হবে না। কিন্তু খেয়াল রাখতে হবে বির্যপাত যেনো না হয়। যদি বির্যপাত হয় তাহলে রোজা ভেঙে যাবে৷ এছাড়াও কোনো ব্যাক্তি যদি রোজা থাকা অবস্থায় হস্তমৈথুন করে তাতেও রোজা ভেঙে যাবে। কোনো ব্যাক্তি যদি উত্তেজনা মূলক কোনো কিছু দেখে, পড়ে বা শোনে, সে ক্ষেত্রে যদি বির্যপাত ঘটে তাহলেও রোজা ভেঙে যাবে। 


 নিজের যদি কোনো ছেলে - মেয়ের বির্যপাত ঘটে তাহলে তার রোজা ভেঙে যাবে৷ অনিচ্ছাকৃতভাবে যদি দূর্ঘটা জনিত কারনে বির্যপাত ঘটে তাতে রোজা দূর্বল হয়ে যাবে। পরে সেইটার কাজা করে নেওয়া যায়। যেমন স্বপ্নদোষ এর কারনে যদি বির্যপাত ঘটে তাহলে রোজা ভাঙবে না।
রমজান মাসে স্বামী- স্ত্রি এর যে কাজ গুলা করা নিষেধ রমজান মাসে স্বামী- স্ত্রি এর যে কাজ গুলা করা নিষেধ Reviewed by wkr on April 28, 2019 Rating: 5

No comments:

Thanks for your comment.. we will check your comment

Powered by Blogger.