ফুসফুসে ক্যানসার এর লক্ষ্মণ, কারন ও চিকিৎসা

Lung-cancer


ফুসফুসে ক্যানসারের বিবরণ  :

প্রতিবছর স্তন ক্যানসার, কোলোন ক্যানসার,  ব্লাড ক্যানসার এর থেকে  ফুসফুসে ক্যানসার হয়ে বেশি মানুষ মারা যায়। এ ক্যানসার নারী অথবা পুরুষ উভয়েরই হতে পারে এবং এটি খুবই মারাত্মক ক্যানসার। ধূমপান এই ক্যানসার এর প্রধান কারন। যারা বেশি ধুমপান করে থাকে তাদের এই ক্যানসার বেশি হয়ে থাকে। সারা বিশ্বেই দিন দিন এই ধূমপায়ীদের পরিমান বেড়েই চলেছে। যারা কোনোদিন ধুমপান করেনি তাদেরও এ রোগ অনেক বেশি দেখা যায়।  এ ক্যানসার হলে এক্সরের মাধ্যেমে সনাক্ত করা যেতে পারে।


এ ক্যানসার এর লক্ষণ :

১. এ মাসেরও বেশি সময় ধরে কাশি থাকে।

২. কাশির সাথে রক্ত বের হয়ে থাকে।

৩. নিঃশ্বাস নিতে সমস্যা হবে। দুর্বলতা অনুভব হবে।

৪. বুকে অনেক ব্যাথা হবে।

৫. নিজেকে সব সময় অবসাদগ্রস্ত মনে হবে।

৬. দিন দিন শরীরের ওজন কমতে থাকবে।

৭. ক্ষুদামান্দা হবে।

৮. সামান্যা কিছুতেই সমস্যা মনে হবে।

৯. মুখে ফুসকুড়ি উঠবে।


#এ ক্যানসার এর কারনসমূহ :


এ ক্যানসার এর অন্যতম প্রধান কারন হচ্ছে ধুমপান করা।  সিগারেট এর ধোয়াতে ৬০টির বেশি কার্সিনোজেন রয়েছে, যার মধ্যে রেডেন  ক্ষয় ক্রম। ফুসফুসে ক্যানসার এর ক্ষেত্রে ৮০-৯০% রুগীরই ধুমপান এর জন্য হয়ে থাকে। ধুমপায়ীদের সাথে যারা সব সময় থাকে তাদেরও এ রোগ হওয়ার সমভাবনা থাকে।

ফুসফুসে ক্যানসার এর জন্য বায়ু দূষনেরও অনেক ভূমিকা রয়েছে। দূষিত বায়ুর অনেক পদার্থ ফুসফুসে আটকে যায়, এবং সেখানে ক্ষতের সৃষ্টি করে। রান্না করার সময় যে ধোয়া নির্গত হয় সে ধোয়ার কারনেও এ ক্যানসার হয়ে থাকে। গৃহের রান্নার কাজে ধোয়ার কারনে বাড়ির মহিলাদের এ ক্যানসার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়।


অনুমান করা হয় ৮-১৪% ফুসফুসে ক্যানসার হয় বাড়ির অন্য কারো এ ক্যানসার হয়ে থাকলে। ফুসফুসে ক্যানসার বাড়ির মানুষদের মধ্যে ২.৪ গুন বৃদ্ধি পায়। এটি সম্ভবত জিন সংমিশ্রণ এর কারনে।

অন্যান্য কিছু পদার্থ,  পেশা, পরিবেশগত সমস্যার কারনেও এ ক্যানসার মানুষের হয়ে থাকে। কিছু ধাতু,  আর্সেনিক যৌগ পদার্থ , বিষাক্ত গ্যাস, রাবার উৎপাদন এর কারনে এ ক্যানসার হয়ে থাকে।


#চিকিৎসা  :


ফুসফুসে ক্যানসার এর চিকিৎসা করার আগে ক্যানসার এর নির্দিষ্ট কোষের ধরন, কতদুর ছড়িয়ে পড়েছে, ব্যাক্তির কার্যকারিতা সব কিছুর উপর নির্ভর করে থাকে। সাধারণ চিকিৎসা অস্ত্রোপচার, কেমোথেরাপি,  বিকিরণ থেরাপি এগুলাই হয়ে থাকে।

24binodon.net
ফুসফুসে ক্যানসার এর লক্ষ্মণ, কারন ও চিকিৎসা ফুসফুসে ক্যানসার এর লক্ষ্মণ, কারন ও চিকিৎসা Reviewed by wkr on February 18, 2019 Rating: 5

No comments:

Thanks for your comment.. we will check your comment

Powered by Blogger.