ব্লাড ক্যানসার এর লক্ষণ, চিকিৎসা ও প্রতিকার :

blood cancer

ব্লাড ক্যানসার হাড়ের মজ্জা থেকে সাধারণত শুরু হয়, যেখানে রক্ত উৎপাদিত হয়। ব্লাড ক্যানসার হয়ে থাকে যখন রক্তের কোষগুলি নিয়ন্ত্রণের বাইরে বাড়তে থাকে, আর রক্তের সাধারণ কোনো কাজে বাধার সৃষ্টি করে। যা সংক্রামনের বিরুদ্ধে লড়ায় করে নতুন রক্তের কোষ তৈরী করে। ব্লাড ক্যানসার গুলোকে অনেক সময় হেমাটোলিক ক্যানসারও বলা হয়ে থাকে। ব্লাড ক্যানসার এর প্রকারভেদ : ব্লাড ক্যানসার সাধারনত ৩ প্রকার হয়ে থাকে। 1. লিউকেমিয়া (Leukemia) 2. লিম্ফোমা (Lymphoma) 3. মায়লোমা (Myeloma) 1. লিউকেমিয়া : লিউকেমিয়া অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়ে থাকে। এটি হলে শরীরে অনেক সাদা রক্ত কোষ তৈরী করে এবং হাড়ের মজ্জা হতে লাল রক্ত কোষ তৈরীতে বাধার সৃষ্টি করে। এটি প্লেটলেট তৈরীতেও অনেক বাধার সৃষ্টি করে থাকে। 2. লিম্ফোমা : অ-হুডকিন লিম্ফোমা ক্যানসার যা লিম্ফোটাইটস নামক কোষ থেকে লিম্ফোটাইটস নামে পিরিচিতো। এটি শরীরের বিভিন্ন অংশে সংক্রমনে সহায়তা করে। 3. মায়লোমা : এটি হাড়ের মজ্জাতে উৎপন্ন হয় যা সাধারণত সাদা রঙের হয়। একাধিক রক্তের মেলোমার কারনে এটি রক্তের রক্তরস কোষে শুরু হয়। ব্লাড ক্যানসার এর লক্ষণ : ব্লাড ক্যানসার হলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কারন নিচে দেওয়া হলো : ১. এ রোগ হলে জ্বর হবে এবং শরীরে ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব হবে। ২. শরীর দুর্বল লাগবে এবং ক্লান্তি অনুভব হবে। ৩. ঘন ঘন ক্ষুধা লাগবে, বমি বমি ভাব হবে। ৪. অজানা কারনে শরীরের ওজন কমে যাবে। ৫. রাতে শরীর ঘেমে যাবে। ৬. হাড়ে ব্যাথা অনুভব হবে। ৭. পেটে অস্বস্থি ভাব অনুভব হবে। ৮. মাথা ব্যাথা হবে ৯. নিঃশ্বস নিতে সমস্যা হবে। ১০. ত্বকে ফুসকুড়ি দেখা যাবে। ব্লাড ক্যানিসার এর চিকিৎসা : ব্লাড ক্যানসার এর চিকিৎসা ক্যানসার এর ধরণ, বয়স, কত তাড়াতাড়ি ক্যানসার কাজ করছে এবং অন্যান্য বিভিন্ন ধরনের উপর নির্ভর করে আপনাকে কি চিকিৎসা দেওয়া হবে। স্টেম কোষ প্রতিস্থাপন : স্টেম সেল ট্রান্সপ্লান্ট প্রতিস্থাপনের ফলে সুস্থ রক্ত কোষ গঠন করা যেতে পারে। স্টেম কোষগুলি অস্থি মজ্জা থেকে সংগ্রহ করা যেতে পারে। কেমোথেরাপি : শরীরের ক্যানসার কোষ বন্ধ করার জন্য কেমোথেরাপি আ্যান্টিক্সার ড্রাগ ব্যাবহার করা যেতে পারে। ব্লাড ক্যানসার এর জন্য কেমোথেরাপির মাঝে মাঝে একটি সেট রেজমেনিয়ায় বেশ কয়েকটি ড্রাগ ব্যাবহার করা যায়। এই চিকিৎসায় একটি স্টেম সেল ট্রান্সপ্লান্ট আগে দেয়া যেতে পারে। বিকিরণ থেরাপি : ব্লাড ক্যানসার হলে এর কোষগুলি ধ্বংস বা ব্যাথা বন্ধ করার জন্য এ বিকিরণ থেরাপি দেওয়া হয়। এটি সিস্টেম সেল ট্রান্সপ্লান্ট এর আগেও দেওয়া যেতে পারে।
ব্লাড ক্যানসার এর লক্ষণ, চিকিৎসা ও প্রতিকার : ব্লাড ক্যানসার এর লক্ষণ, চিকিৎসা ও প্রতিকার : Reviewed by wkr on February 15, 2019 Rating: 5

3 comments:

Thanks for your comment.. we will check your comment

Powered by Blogger.