জ্বর এর চিকিৎসা

fever
জ্বর কি? : মানুষের অসুস্থতার একটি সাধারণ চিহ্ন হচ্ছে জ্বর। কিন্তু এটি খুব বেশি খারাপ জিনিস নয়। জ্বর এমন একটি সংক্রমণকারী অসুখ যা আমাদের শরীরের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে। জ্বর এখন পর্যন্ত মানুষের তেমন কোনো মারাত্মক ক্ষতি করেনি। জ্বর এর জন্য কোনো প্রকার কেমোথেরাপি বা অস্ত্রোপচারপাচার এর প্রয়োজন হয়নি। শিশুদের জ্বর : ০- ৩ মাস বয়স শিশুর ১০৪° বা তার বেশি জ্বর হলে সাথে সাথে ডক্টর কে কল করুন এবং ডক্তর এর পরামর্শ মোতাবেক চলুন। ৩ - ৬ মাস বয়স শিশুর ১০২° পর্যন্ত জ্বর হল আপনার শিশুর বিশ্রাম প্রয়োজন ও তাকে প্রচুর তরল কিছু পান করতে উৎসাহিত করুন। ঔষধ প্রয়োজন হয়না। শিশুর বেশি সমস্যা হলে ডক্টরকে কল করুন। ৬ - ২৪ বছর বয়স পর্যন্ত শিশুর জন্য এ্যাসিটাফিনোফেন দিন। আপনার শিশুর বয়স ৬ মাস এর বেশি হলে ibuprofen,, advil, motrin ঠিক আছে। সঠিকভাবে ডোজ দেওয়ার জন্যে সাবধানে আগে একবার পড়ে নিন। এসবে যদি কাজ না হয় তাহলে একদিন সময় নিয়ে ডক্টরকে কল করুন। ২ - ১৭ বছর বয়স পর্যন্ত শিশুর জন্যে তেমন কোনো ঔষধ প্রয়োজন হয়না। আপনার সন্তানকে বিশ্রাম নিতে বলুন এবং প্রচুর পরিমাণে তরল কিছু খেতে বলুন। তাতে যদি ভালো না হয় শরীরে বেশি সমস্যা হয় তাহলে ডক্টরকে কল করুন। তখন ডক্টর এর কথা মোতাবেক নিয়ম মেনে চলতে হবে ঔষধ পান করতে হবে। ১৮ বছর বয়স হলে তেমন কোনো ঔষধ এর প্রয়োজন হয়না। এসময় বিশ্রাম নিতে হয় এবং তরল খাবার খেতে হয়। জ্বর এর কারনে বেশি সমস্যা হলে যথা মাথা ব্যাথা, হাড় শক্ত হওয়া, নিশ্বাস নিতে সমস্যা হয়, তাহলে ডক্টরকে কল করতে হবে। তবে বলা যায় জ্বর হলে তাতে চিন্তার কোনো কারন নেই। এটা তেমন বড় ধরনের কোনো অসুখ নয়। সাধারণ কিছু নয়ম মেনে চললেই এর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। যাদের রোগ-প্রতিরোধক ক্ষমতা বেশি তাদের এ রোগ হয়না।
জ্বর এর চিকিৎসা জ্বর এর চিকিৎসা Reviewed by wkr on February 23, 2019 Rating: 5

No comments:

Thanks for your comment.. we will check your comment

Powered by Blogger.