স্বাস্থ্য বীমা ( health insurance)

health insurance


স্বাস্থ্য বীমা ( health insurance)   হচ্ছে একটি বীমা নীতি, যেখানে সামান্য কিছু অর্থ প্রদানের মাধ্যম যা চিকিৎসা খরচ অর্থায়ন করার ব্যাবস্তা করে থাকে। স্বাস্থ্য বীমা ( health insurance)  চিকিৎসা পরিসেবার সীমিত বা বড় পরিসরে প্রযোজ্য হতে পারে।  এখানে আংশিক কিছু পেমেন্ট করতে হয়। এর থেকে চিকিৎসার জন্যে খরচ বীমা সরবারাহ করে থাকে। এ ধরনের স্বাস্থ্য বীমা ( health insurance)  বয়স্ক পিতা - মাতা উপকার এর অন্তর্ভুক্ত হতে পারে।




এ বীমা কোনো কোম্পানি বা অন্য কোনো সংস্থার মাধ্যেমে পরিচালিত হতে পারে। ব্যাক্তিগত স্বাস্থ্য বীমা ( health insurance)  সাধারণত একটি দলের ভিত্তিতে অর্থো উপার্যন করা হয়। আর এ ধরনের ব্যাক্তিগত প্রতিষ্ঠান তাদের ব্যাক্তিগত নিয়ম - নীতি প্রদান করে থাকে।


আর কোনো প্রাইভেট কোম্পানি গুলো তাদের নির্দিষ্ট কর্মচারীদের  দ্বারা অর্থ প্রদান করে থাকে। তারা এ বিশেষ অর্থ দিয়ে চিকিৎসা কাজে লাগিয়ে থাকে। এ ধরনের প্রাইভেট কোম্পানি গুলো হাসপাতালে কম খরচে অনেক ভালো চিকিৎসার ব্যাবস্থা করে থাকে।


১৯৮৩ সালে সর্বপ্রথম জার্মান সরকার এ ধরনের মেডিকেল ইন্সুইরেন্স ( insurance)   সিস্টেম চালু করেন। যুক্তরাষ্ট্রেও পরে এ ধরনের বীমা ( insurance)   চালু করা হয়। তারা বৃদ্ধ ও দারিদ্র‍্যদের জম্য এ বীমা ( insurance)   চালু করেন। অনেক দেশের সরকার আছে যারা এ ধরনের বীমা ( insurance)   প্রোগ্রামকে ভর্তুকি দেয়।


সরকারী সংস্থার  দ্বারা সরকারি বা পরোক্ষভাবে ডাক্তার নিয়োগ দেওয়া হয়। যা সরকারি হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে সরকার মালিকানাধীন পরিচালিত হয়। ইউনাইটেড হেলথ সার্ভিস এর সবচেয়ে বড় উদাহরণ।


প্রতিটা দেশেই এমন ব্যাবস্থা থাকা উচিত।  এমন ব্যাবস্থা থাকলে প্রতিটা মানুষই উপকৃত হতে পারবে। আর যাই হোক, গরিব এবং বৃদ্ধ মানুষগুলো এ থেকে অনেক বেশি উপকৃত হবে। তাহলে পরিবারে কেউ অসুস্থ হলে সবার উপর কাল নেমে আসবে না।

24binodon.net
স্বাস্থ্য বীমা ( health insurance) স্বাস্থ্য বীমা ( health insurance)  Reviewed by wkr on March 02, 2019 Rating: 5

No comments:

Thanks for your comment.. we will check your comment

Powered by Blogger.