How to use condoms?

how to use condoms


কিভাবে কনডম ইউজ করবেন? ( how to use condoms?)


একটি পুরুষ কনডম ( condomos)  সঠিকভাবে ব্যাবহার করা কঠিন কোনো কাজ নয়। তবুও এটি অনেকেই ভুল করে ব্যাবহার করে। এটির সঠিক ব্যাবহারের নিয়ম অনেকেই জানে না। আপনি কিভাবে কনডম ব্যাবহার করবেন তা আজ বলবো


আপনার শারীরিক সম্পর্কের আগে তা নিরাপদ এর জন্য কনডম (condom)  ব্যাবহার করা উচিত। এটি ব্যাবহার এর আগে আপনাকে খেয়াল করতে হবে এর মেয়াদ ঠিক আছে কি না। মেয়াদ শেষ হয়ে গেলে তা ব্যাবহার করবেন না। কারন মেয়াদ উত্তীর্ণ হওয়া কনডম আপনার নিরাপদ এর চেয়ে বেশি ক্ষতিকর হয়ে উঠতে পারে।


মেয়াদ দেখে কেনার পর এটি খোলার সময় কোনো কাচি ব্যাবহার করবেন না। কনডম গুলা যে ফয়েল প্যাকেট গুলি দারা আবৃত থাকে সেগুলা সহজে টেয়ার করা। কোনো ধারালো কিছু দিয়ে কনডম এর প্যাকেট খোলার সময় বা কনডম (condom)  বেশি টেপাটেপি করার সময় কনডম টি হালকা ফুটা হয়ে যেতে পারে,  যা চোখের পরার মতো না।

তারপর এটি বের করে কনডম (condom)  এর ভিতরে আপনার আঙুল দিয়ে তা আনলোল করতে হবে। কনডম (condom) ব্যাবহার এর সময় সামনের দিকে টুপির মতো জায়গাটির দিকে একটু ফাকা রাখতে হবে। তা না হলে স্রতের ফলে দূষিত হতে পারে।


কনডমে (condom) হাত দেওয়ার আগে অবশ্যেই আগে আপনার হাতটি ধুয়ে ফেলতে হবে।


একটি কনডম (condom )  উপরের দিকে আপনার বীর্য ধারন করার জন্যে তা যথেষ্ট বড় নয়। সে জন্যে সামনের দিকে একটু ফাকা রাখায় শ্রেয়। যেহেতু কনডম (condom )   পরার পরে তার ভিতরে বায়ু যাওয়ার কোনো সম্ভাবনা নেই,  সেহেতু আপনাকে এটি একটু সাবধানে ব্যাবহার করতে হবে৷ তা না হলে ভিতরে গ্যাস হয়ে তা ফেটে যেতে পারে।


সব সময় শফট কনডম ( condom) ব্যাবহার করবেন।  তাহলে আপনার জন্যে অনেক ভালো হবে। কোনো ধরনের রোগের সম্ভাবনা থাকবে না। ত্বকেরও কোনো ক্ষতি হব না।


উল্লাসের পর, যখন যোনি এর ভিতর থেকে লিঙ বের করবেন তখন একটু সাবধানে বের করা উচিত, তা না হলে ফেটে যেতে পারে। যারা ফলে ঝুকিও বেড়ে যায় অনেকটা।

 যোনি থেকে লিঙ বের করার সময় প্রায়ই দেখা যায় কনডমটি ( condom)  ভেতরে আটকে যায় বা যেতে নেয়। এ সমস্যাই যেনো না পরতে হয় সে জন্যে আগেই কনডম এর মুখটি বন্ধ করে আসতে আসতে ভিতর থেকে বের করতে হবে।


আর কনডম ( condoms) ব্যাবহারের পর এখানে ওখানে ফেলে দিবেন না। তাহলে পরবর্তীতে এটি কেউ স্পর্শ করলে তার কোনো অসুখ হতে পারে। আর এটি পরিবেশেরও খুব ক্ষতি করে।


আর একটি কনডম ( condoms) একধিক বার ব্যাবহার করবেন না। তাহলে শরীরের অনেক ধরনের খারাপ ঝুকির সম্ভাবনা থেকে যায়।
How to use condoms? How to use condoms? Reviewed by wkr on March 12, 2019 Rating: 5

No comments:

Thanks for your comment.. we will check your comment

Powered by Blogger.