What is Genetics ?

genetics


Genetics জীববিজ্ঞান এর একটি শাখা। গ্রেগর মেন্ডেল ১৯ শতকের শেষের দিকে Genetics আবিষ্কার করেন। পিতা - মাতার থেকে সন্তানের মাধ্যেমে তাদের বৈশিষ্ট্য গুলো হস্তান্তর হয়ে থাকে। জীবের দেহে হাজার হাজার জীন রয়েছে। ব্যাকটেরিয়া জীনোমের মাধ্যেম, আমরা দেখতে পারি আ্যামিনা এসিড ট্রিপ্টোফ্যান এর সংশ্লেষণের জন্য জীনগুলোর একটি সিরিজ বিদ্যামান থাকে। তবে ট্রিপ্টোফ্যান এর কোষ গুলো যখন পাওয়া যায় তখন এই জীন গুলো আর প্রয়োজন হয়না। ট্রিপ্টোফ্যান জীনের ক্রিয়াকলাপ কে প্রভাবিত করে। ট্রিপ্টোফ্যান জীনের প্রতিলিপি অভিব্যাক্তকে ব্লক করে দেয়। সে জন্যে ট্রিপ্টোফ্যান এর প্রক্রিয়াকে নেতিবাচক হিসেবে দেখা হয়।
ক্যানসার একটি জেনেটিক রোগ। বংশের কারো ক্যান্সার থাকলে তা পরবর্তী সন্তানদেরও হওয়ার সম্ভাবনা থেকে যায়। এটি হয়ে থাকে জীনগত কারনে। এক প্রজন্মের রক্তের মানুষদের যে যে আচরণ লক্ষ করা যায়, শরীরের গঠন লক্ষ করা যায় তা পরবর্তী বংশধর দেরও হওয়ার সম্ভাবনা থাকে। এই ক্রিয়াগুলি জীনগত কারনেই হয়ে থাকে। কোষের অভ্যান্তরে মিউটেশন গুলি নিজের বৃদ্ধি বাড়ানোর জন্য একটি ক্যানসারযুক্ত টিউমার তৈরী করে। আর এটি দেহের বিভিন্ন টিস্যুকে বৃদ্ধি করে এবং আক্রমণ করে।

গবেষকরা জিনোম সমাবেশ নামে একটি প্রক্রিয়া ব্যাবহার করে অনেক প্রাণীর জিনোমকে অনুক্রামিত করেছেন। ২০০৩ সালে প্রথম মানব জিনোম ক্রমানুসারে ব্যাবহার করা হয়েছিলো। অনেক গবেষক হিউম্যান জিনোমকে হাজার হাজার ডলারে বিক্রি করে অনেক টাকা ইনকাম করছে।
What is Genetics ? What is Genetics ? Reviewed by wkr on March 09, 2019 Rating: 5

No comments:

Thanks for your comment.. we will check your comment

Powered by Blogger.