what is health education?

what is health education?


স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য সম্পর্কে মানুষের শিক্ষার একটা পেশা। এটি একসাথে অনেকগুলো অভ্যন্তরীণ বিষয় এর সাথে জড়িত। স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ দিয়েছেন। বিভিন্নভাবে সঙা দিয়েছেন। বিভিন্ন শিক্ষা পেশার মধ্যে শারীরিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারবো না। আমাদের প্রতিটি মানুষের এ ব্যাপার গুলোর প্রতি সচেতন না হলে বিভিন্ন সমস্যাই পড়তে হবে। আমাদের টুকটাক প্রতিটা বিষয় সম্পর্কে ধারনা রাখতে হয়। আর সে জন্যে প্রতিটা মানুষের উচিত বেশি বেশি বই পড়া। আমরা যদি বেশি বেশি বই পড়ি তাহলে অনেক কিছুই জানতে পারবো, যা আমাদের প্রতিদিনের সমস্যা গুলোর মোকাবেলা করতে শেখাবে। বর্তমানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো ছোটো ক্লাস থেকেই আমাদের শারীরিক শিক্ষা বই দেওয়া হয়। শারীরিক শিক্ষা বই এ আমাদের শরীরের উপকারের জন্য অনেক কিছু শেখানো হয়। আবার অনেক স্কুল এ ক্লাস এ কিছু কিছু অধ্যাই না পরেই চলে যাওয়া হয়। এইটা সাধারণত হয়ে থাকে লজ্জাবোধ এর কারনে। কিন্তু শিক্ষকদের এ ধরনের অধ্যায় গুলা পড়ানো উচিত। তাহলে ছেলে - মেয়ে সবাই এগুলা ব্যাপার এ সচেতন হতে পারবে। শারীরিক কোনো সমস্যা হলে নিজেই তার সমাধান করতে পারবে। লজ্জার ভয়ে কোনো কিছু লুকানো লাগবে না। তাহলে আমরা বলতে পারি শারীরিক শিক্ষা আমদের জন্যে খবই গুরুত্বপূর্ণ
what is health education? what is health education? Reviewed by wkr on March 08, 2019 Rating: 5

No comments:

Thanks for your comment.. we will check your comment

Powered by Blogger.