সেন্সর হলেও মুক্তি পাচ্ছে না 'শাহেনশাহ'



গত ৭ মার্চ বহুল প্রতিক্ষিত ছবি 'শাহেনশাহ' সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। ১২ মার্চ সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে বিনাকর্তনে সেন্সর সার্টিফিকেট প্রদান করে।

ছবির শুটিং শুরুর আগে মহরতে ছবিটির মুক্তির তারিখ জানানো হয় ২০১৯ সালের ভালবাসা দিবসে। পরে তারিখ পরিবর্তন করে ২২ শে মার্চ ছবিটি মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়। কিন্তু ছবিটি সেন্সর হওয়ার পরে ১৩ মার্চ ছবির প্রযোজক শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান ছবিটি আমরা আসছে ঈদুল ফিতরে বড় পরিসরে বাংলাদেশ সহ বহির্বিশ্বের কয়েকটি দেশে মুক্তি দিবো।

শাকিব খানের নতুন চলচ্চিত্র ‘শাহেন শাহ্‌’। এরই মধ্যে ছবিটি সেন্সর বোর্ড প্রিভিউ করেছে। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানিয়েছেন, আগামী ঈদে চার দেশে একযোগে মুক্তি পাবে ছবিটি।

এই বিষয়ে গণমাধ্যমে  সেলিম খান বলেন, ‘একজন প্রযোজক হিসেবে আমি ছবিতে সব ধরনের সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। গল্পের প্রয়োজনে লোকেশন, চরিত্র অনুযায়ী শিল্পীসহ সব ধরনের প্রপস ব্যবহার করেছি। দেশের বাইরে গানের শুটিং করা হয়েছে। সব মিলিয়ে ছবি অনেক বড় বাজেট নিয়ে করেছি। আমি আমার প্রতিষ্ঠান থেকে বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণ করতে চাই। আমাদের এই ছবির পরিচালক এর আগেও শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন। এই ছবিতেও আশা রাখি নিজের মেধার পরিচয় দেবেন পরিচালক শামীম আহমেদ রনি।’

এদিকে এমন খবরে শাকিব খানের ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভক্তরা চেয়েছিল ২২ শে মার্চ মুক্তি না পেলেও অন্ততঃ পহেলা বৈশাখে শাহেনশাহ মুক্তি পাবে। তারা বলছে ২০১৯ সালের নতুন এই বছরে শাকিব খানের এখনো কোনো সিনেমা মুক্তি পেলনা, ঈদের আগেই শাকিবের কমছে কম একটি সিনেমা মুক্তি পেলে ভাল লাগতো।
সেন্সর হলেও মুক্তি পাচ্ছে না 'শাহেনশাহ' সেন্সর হলেও মুক্তি পাচ্ছে না 'শাহেনশাহ' Reviewed by wkr on March 13, 2019 Rating: 5

No comments:

Thanks for your comment.. we will check your comment

Powered by Blogger.