কিডনিতে পাথর ( kidney stone)


Kidney stone

কিডনিতে পাথর ( kidney stone)   হওয়ার  অনেক গুলো কারন রয়েছে। একজন মানুষের কিডনিতে  ( kidney)   পাথর থাকে তার মূত্রাশয় পর্যন্ত। কিডনিতে ( kidney)  পাথর হলে তা খুব বেদনাদায়ক হতে পারে। আপনার অবস্থার উপর নির্ভর করে কিডনি পাথর ( kidney  stone)   পাস করতে প্রচুর পানি পান করুন।  আপনার যদি বেশি সমস্যা হয় তাহলে ডাক্তার এর কথামতো চলতে হবে।



লক্ষণ (symptoms ) :

১. পিছনে, পাজর এর নিচে গুরুতর ব্যাথা,  পেটের নিচে,  কোমরে ব্যাথা হতে পারে।

২. প্রসাবের উপরে ব্যাথা হতে পারে

৩. গোলাপি, লাল বা বাদামী কালারের প্রসাব হতে পারে।

৪. মেঘলা অথবা নোংরা গন্ধময় প্রসাব হতে পারে।

৫. বমি বমি ভাব হবে এবং বমি ও হতে পারে।

৬. জ্বর ও ঠান্ডা অনুভব হবে।

৭. অনেক সময় পাথর আপনার মূত্রের মাধ্যেমে চলে আসবে।



#কখন ডক্টর দেখাবেন? (when to see a doctor?) :


উপরের কোনো লক্ষণ গুলো  যদি আপনার থাকে তাহলে ডক্টর দেখান।

আপনার যদি ব্যাথা বেশি হয়!  যেমন : আমি ব্যাথায় কোনো কাজ ঠিক মতো করতে পারছেন না। আপনার উঠতে, বসতে খুব ব্যাথা অনুভব হচ্ছে,  বমি হচ্ছে বা বমি বমি ভাব হচ্ছে,  আপনার প্রসাবে রক্ত বের হচ্ছে, তাহলে আপনি জরুরি ভাবে ডক্টর দেখান।



#কারন ( causes)  :


কিডনিতে পাথর ( kidney stone)  হওয়ার কোনো নির্দিষ্ট বা কোনো একক কারন নেই। কিডনিতে   পাথর ( kidney stone)  হওয়ার বেশ কিছু কারন রয়েছে। তবে পাথর হলে এটি পাস করাই সব চেয়ে বেশি ভালো।

বেশিরভাগ কিডনি পাথর ( kidney stone)  ক্যালসিয়াম পাথর হয়। ক্যালসিয়াম পাথর ক্যালসিয়াম ফসফেট আকারে ঘটাতে পারে। এটি মাইগ্রেনের মাথা ব্যাথা বা কিছু জীবানুমুক্ত ঔষধ নিয়েও যুক্ত হতে পারে।


ইউরিক আ্যাসিড পাথর: এটি বেশিরভাগ সময়ই বংশগত ব্যাধির ফলে হয়ে থাকে। জেনেটিক কারনে এ পাথরগুলো আপনার শরীরের অনেক বেশি ক্ষতিও করতে পারে।


#ঝুকির কারন : আপনার পরিবারের কারো যদি কিডনিতে পাথর  ( kidney stone)  থেকে থাকে তাহলে সেটি আপনারও হওয়ার সম্ভাবনা থাকে। আর আপনার যদি ইতিমধ্যে এক বা একাধিক পাথর থেকে থাকে তাহলে এখক্ন থেকেই সে ব্যাবস্থা গ্রহণ করুন।  যারা উষ্ণ জলবায়ুতে বসবাস করে বা বেশি ঘুমাই তাদের অন্যদের চেয়ে বেশি হওয়ার ঝুকি থাকে।


প্রোটিন, লবণ ও বেশি চিনি খেলে এটি হওয়ার সম্ভাবনা থাকে।

আপনার শরীরের ওজন যদি দিন দিন বাড়তে থাকে তাহলেও এটি হওয়ার সম্ভাবনা থাকে।
কিডনিতে পাথর ( kidney stone) কিডনিতে পাথর ( kidney stone)  Reviewed by wkr on March 05, 2019 Rating: 5

No comments:

Thanks for your comment.. we will check your comment

Powered by Blogger.