কিছু অজানা তথ্য Pubg গেইম সম্পর্কে

Pubg


 আজকাল pubg গেইম এতোই trending এ আছে যে মোবাইল হোক বা ল্যাপটপ সব জায়গায় এই game টা সব চেয়ে বেশি খেলা হোতছে।  আজ আমরা জানবো pubg গেইম সম্পর্কে কিছু অজানা তথ্য।

১) এই গেইম সর্বপ্রথম ২০১৭ সালের ডিসেম্বর  মাসে  pc আর xbox এর জন্য বের হইছিলো। এবং  বের হওয়ার সাথে সাথেই অনেক গেইম এর রেকর্ড ভেঙে দিয়েছে।

২) এই গেম যখন play store এ প্রথম প্রকাশ হয় তার কিছুদিনের মধ্যেই গেমটি play store এর প্রথম স্থান দখল করে।

৩) pubg এর full form হল "player unknown battle ground " যা অনেকেই হয়তো জানে না।

৪) pubg এই গেমটি খুব ভালোভাবে optimise করা নয় এইজন্য গেমটি ভালোর থেকে ভালো পিসিতেও লেক করতে পারে।  কিন্তু এর মোবাইল ভার্সন এ এই সমস্যাটি নেই তাই আমরা খুব ভালো ভাবেই মোবাইলে গেমটি খেলতে পারি।

৫) আমরা তো সবাই জানি যে এই গেমে বটস রয়েছে কিন্তু আমরা কি কেউ জানি একটি match এ  কত পার্সেন্ট বটস থাকে?  একটি ম্যাচে প্রায়ই 75 শতাংশ বটস থাকে। অর্থাৎ একটি ম্যাচে যদি 100 জন প্লেয়ার থাকে তাহলে তার 75 জন ই বটস আর আর বাকি 25 জন রিয়েল প্লেয়ার আর এই বটস গুলো দেওয়া হয় এজন্য যে আমরা তাদের খুব সহজেই    kill  করতে পারি।


৬) আর বট সম্পর্কে  আর একটি কথা জেনে রাখা ভালো যে বটস কখনো প্লেইন  থেকে জাম্প করে না।  যদি কখনো আশেপাশে দেখেন যে কেউ প্যারাসুট নিয়ে নিচে নামতিসে তাহলে বুঝে নিবেন যে সেটি রিয়েল প্লেয়ার।  আর বটস গেমের ভিতরে randomly কোন এক জায়গা থেকে জন্ম নেয়।

৭)pubg ই এমন একটি গেম যা একসাথে সবচেয়ে বেশিবার খেলা হয়েছে প্রায় সাড়ে 13 লক্ষ মানুষ এই গেইম টি একসাথে খেলেছিলো ।  এর আগে এই রেকর্ডটি অন্য এক গেইম এর ছিলো কিন্তু এখন এই রেকর্ডটি pubg এর।

৮) অনেক সময় আমরা দেখে থাকি কোন গেম বা অ্যাপ পাবলিশ করার জন্য কোম্পানি ইউটিউব এ প্রমোশন  অথবা গুগল অ্যাড এর মাধ্যমে প্রমোশন করে থাকে কিন্তু এই গেমটি পাবলিশ করার জন্য কোম্পানির কোন টাকা খরচ করতে হয়নি কারণ গেমটি সবার অনেক পছন্দের হয়ে উঠেছিল আর এভাবেই মানুষ মুখে মুখে গেমটি প্রচার করে।

কিছু অজানা তথ্য Pubg গেইম সম্পর্কে কিছু অজানা তথ্য  Pubg গেইম সম্পর্কে Reviewed by wkr on April 15, 2019 Rating: 5

No comments:

Thanks for your comment.. we will check your comment

Powered by Blogger.