মানব শরীরের কিছু অবাক করা তথ্য (Some unknown facts about human body)

Human body facts


আজকে আমরা জানব মানব শরীরের কিছু গোপন তথ্য

১) একজন মানুষের হার্ট প্রতি মিনিটে 72 বার পাম্প করে আর একদিনে প্রায় এক লক্ষ তিন হাজার ছয়শো আসি   বার পাম্প করে।

২) মহিলাদের হৃদপিণ্ড এবং মস্তিষ্ক পুরুষদের তুলনায় ছোট হয়ে থাকে।

৩) আমাদের পেটের ভেতর যা খাদ্য যায় তা পচানোর জন্য রয়েছে হাইড্রোক্লোরিক এসিড এই এসিড টি এতই শক্তিশালী যে এই এসিডটি যদি কোন প্লেটের ওপর ফেলে দেওয়া হয় তাহলে সে প্লেটটি গলে যাবে।

৪) মানব শরীরে প্রায় ৫.৬ লিটার রক্ত পাওয়া যায়।  যা আমাদের শরীরে এতই দ্রুত অতিক্রম করে যে প্রতি 20 সেকেন্ডে তা আমাদের শরীরকে একবার প্রদক্ষিণ করে।

৫) মানুষের চোখের চেয়ে বড় ক্যামেরা বানানো অসম্ভব কারণ আমাদের চোখ 572 মেগা পিক্সেলের হয়ে থাকে এবং আমাদের চোখ প্রায় 10 লক্ষ আলাদা আলাদা রঙ চিনতে সক্ষম।

৬) আমরা কখনো চোখ খোলা রেখে হাঁচি দিতে পারব না

৭) 25 বছরের পর মানব মস্তিষ্কের কণিকাগুলো নষ্ট হতে শুরু করে।  বয়স বৃদ্ধির সাথে সাথে এই কণিকাগুলো আরো বেশি নষ্ট হয়ে যায় এই কারণেই অনেক বুজুর্গ ব্যক্তিদের স্মৃতিশক্তি কম হয়ে যায়।

৮) মানব মস্তিষ্কের 80 শতাংশতে পানি থাকে।  মানব মস্তিষ্কে প্রতি ক্ষণে 1 লক্ষেরও বেশি বিক্রিয়া হয়ে থাকে।

৯) একটি নবজাতক শিশুর শরীরে প্রায় 300 টি হাড় থাকে কিন্তু একটি প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে শুধু 206 টি হাড় থাকে।

১০) যেমন-পুরুষের হৃদপিণ্ড প্রতি মিনিটে 72 বার পাম্প করে ঠিক তেমনি মহিলাদের হৃদপিণ্ড প্রতি মিনিটে 78 বার পাম্প করে অর্থাৎ মহিলাদের হৃদপিণ্ড পুরুষদের তুলনায় 6 বার বেশি পাম্প করে
মানব শরীরের কিছু অবাক করা তথ্য (Some unknown facts about human body) মানব শরীরের কিছু অবাক করা তথ্য  (Some unknown facts about human body) Reviewed by wkr on April 16, 2019 Rating: 5

No comments:

Thanks for your comment.. we will check your comment

Powered by Blogger.